কোভিড-১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সু-সমন্বয়ের লক্ষ্যে বিপিসি’র চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মোঃ সামছুর রহমান গত ০৪/০৯/২০২০ তারিখ পটুয়াখালী জেলা ভ্রমণ করেন। তিনি সকাল ১০.০০ ঘটিকায় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, পটুয়াখালীতে কোভিড-১৯ রোগীদের স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতকরণে উন্নতমানের ১০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেন। অতঃপর তিনি সকাল ১১.০০ ঘটিকায় পটুয়াখালী প্রেস ক্লাবের অফিস ভবন সংস্কারের নিমিত্ত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বিকাল ৫.০০ ঘটিকায় দশমিনা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স-এ কোভিড-১৯ রোগীদের স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতকরণে উন্নতমানের ৫টি অক্সিজেন সিলিন্ডার ও একটি হাইফ্লো নাসাল কেনোলা বিতরণ করেন। সবশেষে তিনি বিকাল ৫.৪৫ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন “যার জমি আছে কিন্তু ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” - কার্যক্রমের সহায়ক হিসেবে তাঁর নিজস্ব অর্থায়নে ২টি গৃহ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।