১. কর্পোরেশনের কর্মী পরিচালন ও সাধারণ প্রশাসনের দায়িত্বে নিয়োজিত থাকা।
২. কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীগণের নিয়োগ ও পদোন্নতির ব্যবস্থাকরণ।
৩. সময়ে সময়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের স্থানান্তর নিশ্চিত করা।
৪. কর্মকর্তা ও কর্মচারীগণের ব্যক্তিগত ফাইল, এসিআর এবং অন্যান্য পরিষেবা রেকর্ড রক্ষণাবেক্ষণ নিশ্চিতকরণ।
৫. কর্পোরেশনের মামলা নিষ্পত্তির জন্য প্রক্রিয়াকরণ।
৬. কর্মী পরিচালন, সংস্থাপন এবং প্রশাসনিক বিষয় সম্পর্কিত সরকারী সকল চিঠি নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ।
৭. প্রশাসনিক মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য মাসিক প্রতিবেদন প্রস্তুত করার জন্য তথ্য/ তথ্য সংগ্রহের ক্ষেত্রে সমন্বিত ও তদারকি করা।
৮. আইনি উপদেষ্টা নিরীক্ষক এবং পরামর্শক নিয়োগ এবং তাদের মজুরি প্রদানের ক্ষেত্রে কার্যক্রম সম্পাদন।
৯. বিভিন্ন টেন্ডার কমিটি, পরামর্শক কমিটি গঠনের বিষয়ে কাজ এবং চুক্তি স্বাক্ষরের অনুমোদনের জন্য কাগজপত্র প্রস্তুতকরণ।
১০. বিপিসি’র অধ্যাদেশ, বিধি, মনোগ্রাম নির্বাচন ইত্যাদি কার্যক্রম সম্পাদন।