গত ০৩/০৭/২০২১ খ্রিঃ তারিখ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) জনাব এ বি এম আজাদ এনডিসি কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে পর্যালোচনামূলক সভা, জেলার বিভিন্ন উপজেলার সমন্বয়ক কমিটির সঙ্গে সভা এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয়মূলক সভায় অংশগ্রহণ করেন।