স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস' ২০১৯ উপলক্ষে গত ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার বিকাল ৩.৩০ ঘটিকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান জনাব মোঃ সামছুর রহমান এবং সভাপতিত্ব করেন বিপিসি'র পরিচালক(বিপণন) জনাব মোঃ সরওয়ার আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ ফরিদ উদ্দিন আহামেদ, ডিন, সমাজবিজ্ঞান অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার আরিফুল আলম, পাবলিক প্রসিকিউটর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চট্টগ্রাম। উক্ত আলোচনা সভায় বিপিসি ও এর অধীনস্থ কোম্পানিসমূহের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।