Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ফেব্রুয়ারি ২০২১

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


প্রকাশন তারিখ : 2021-01-03

 

দেশে পেট্রোলিয়াম পণ্য আমদানি, মজুদ, বিপণন, বিতরণ সংক্রান্ত সকল কার্যক্রম তত্ত্বাবধান, সমন্বয় ও নিয়ন্ত্রণ এবং পেট্রোলিয়াম তেল লুব্রিকেন্ট ব্যবসায়ের অবকাঠামোগত সুবিধাদি উন্নয়ন ও প্রতিষ্ঠার জন্য নিয়োজিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সরকারের একটি সংবিধিবদ্ধ সংস্থা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অধ্যাদেশ, ১৯৭৬ {(১৯৭৬ সালের অধ্যাদেশ নং LXXXVIII (৮৮)} দ্বারা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ১৯৭৪ ( ১৯৭৪ সালের এক্ট নং LXIX), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অধ্যাদেশ ১৯৭৬ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিধি, ১৯৭৬ দ্বারা বিপিসি পরিচালিত হয়। ১৯৭৭ সালের ১লা জানুয়ারি বিপিসি এর কার্যক্রম শুরু করে।

 

১লা জানুয়ারি বিপিসি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্পেোরেশন ও কোম্পানির অফিস প্রাঙ্গনে ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদি টাঙ্গানো হয় এবং বিপিসি ও কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।