Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ অক্টোবর ২০২১

ইস্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুলে ইআরএল কর্তৃক স্থাপিত 'মুজিব কর্নার' ও 'শেখ রাসেল কম্পিউটার ল্যাব' এর শুভ উদ্বোধন।


প্রকাশন তারিখ : 2021-10-25

 

 

  

 

বিপিসি'র চেয়ারম্যান (সচিব) জনাব এ বি এম আজাদ এনডিসি ২৫ অক্টোবর ২০২১ তারিখ, সোমবার ইস্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুলে ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড কর্তৃক স্থাপিত 'মুজিব কর্নার' ও 'শেখ রাসেল কম্পিউটার ল্যাব' এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিপিসি'র পরিচালক (অপাঃ ও পরিঃ) সৈয়দ মেহদী হাসান, সচিব জনাব মোঃ লাল হোসেন এবং বিপিসি ও ইআরএল এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।