Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ফেব্রুয়ারি ২০২০

বঙ্গোপসাগরে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্প পরিদর্শন


প্রকাশন তারিখ : 2020-02-10

জাহাজ হতে সরাসরি জ্বালানি তেল খালাসের জন্যে বঙ্গোপসাগরে পাইপলাইন স্থাপনের কাজ চলছে। বিশেষায়িত জাহাজ HILONG 106 পাইপলাইন ওয়েল্ডিং ও গুণগতমান নিশ্চিত করে ধারাবাহিকভাবে পাইপ স্থাপন করে যাচ্ছে। বিপিসি'র চেয়ারম্যান মহোদয় ৯ ফেব্রুয়ারী ২০২০ তারিখ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তাঁর সাথে ছিলেন বিপিসির উর্ধতন কর্মকর্তাবৃন্দ। ঢাকা ও চট্টগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও এসময় বাংলাদেশের যুগান্তকারী এ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। সাগরে এ পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। এপ্রিল ২০২০ এর মধ্যে সাগরে ১৩৫ কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শেষ হবে। সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পের কাজ ২০২১ সালের আগস্ট মাসে শেষ হবে। এ প্রকল্প সমাপ্ত হলে দেশের বার্ষিক প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে।